Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

উপজেলা রিসোর্স সেন্টার, আশাশুনি, সাতক্ষীরা এর অর্জনসমূহ

উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় এক নতুন অবকাঠামোগত সংযোজন। প্রাথমিক শিক্ষার গুণগতমান-উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (১৯৯৭-২০০৪)-এর আওতায় আইডিয়াল প্রকল্প, নরওয়ে সাহায্যপুষ্ট প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন প্রকল্প, বিশ্বব্যাংক ও এডিবি সাহায্যপুষ্ট প্রকল্পের অর্থায়নে দেশের ৪৮১টি থানা/উপজেলায় ইউআরসি স্থাপিত হয়। পরবর্তীতে ২০০৫ সালে বাংলাদেশ সরকার দেশের ৪৮১টি থানা/উপজেলা রিসোর্স সেন্টার রাজস্ব বাজেটের আওতাভূক্ত করেন। অতঃপর তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (২০১১-২০১৬)-এর শুরুতেই নবসৃষ্ট ২৪টি থানা/উপজেলায় ইউআরসির কার্যত্রম সচল করা হয়। সেই ধারাবাহিকতায় ২০০৩ সালে ইউআরসি আশাশুনি, সাতক্ষীরার কার্যক্রম শুরু হয়। সেখান থেকে অদ্যবধি সকল কার্যক্রম সুষ্ঠভাবে চলমান রয়েছে।

  • শ্রেণিকক্ষে শিখন-শেখানো প্রক্রিয়ার মান উন্নয়ন;
  • শ্রেণি-শিক্ষকদের শিক্ষণ-দক্ষতার উন্নয়ন;
  • শ্রেণি-ব্যবস্থাপনা ও বিদ্যালয়-ব্যবস্থাপনার গুণগতমান উন্নয়ন;
  • শিক্ষার্থীদের শিখনের গুণগতমান উন্নয়ন;
  • শিখন কার্যে গঠনমূলক (চলমান) মূল্যায়ন প্রচলন করা;
  • শিক্ষকদের প্রশিক্ষণ-চাহিদা নিরূপণ;
  • শিক্ষকদের জন্য সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পদ্ধতি উন্নয়ন;
  • স্বল্পমেয়াদি প্রশিক্ষণ পরিচালনা;
  • বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে শক্তিশালী করা;
  • তথ্য ভান্ডার (ডাটা ব্যাংক) প্রতিষ্ঠা করা।