উপজেলা রিসোর্স সেন্টার প্রাথমিক শিক্ষার অবকাঠামোতে একটি নবতর সংযোজন। থানা পর্যায়ে প্রসত্মাবিত প্রাতিষ্ঠানিক কাঠামো যা শিক্ষকসহ প্রাথমিক শিক্ষার সঙ্গে জগিত সকলের জন্যে একাডেমিক সেবা প্রদানকারী সংস্থাহিসেবে বিবেচিত হবে। থানা পর্যায়ে শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টকর্মকর্তা এবং এসএমসি সদস্যদের শিখণ ও শিখন ক্ষেত্রে কার্যকর দক্ষতা উন্নয়নও সহায়তা বৃদ্ধির জন্য সরাসরি প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন প্রদান, সেমিনার আয়োজন, কারিগরি সমর্থন প্রদান, তথ্য সরবরাহ, গ্রন্থাগার/ইকুইপমেন্ট সংক্রামত্ম সুবিধা প্রদান ইত্যাদি কার্যক্রম সম্পাদন করার জন্যই এই রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।
উপজেলা রিসোর্স সেন্টারের কর্মপরিধিঃ
* স্থানীয়ভাবে অথবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর /নেপ পরিচালিত প্রাথমিক শিক্ষা সংক্রামত্ম যাবতীয় প্রশিক্ষণ /ওরিয়েন্টেশন/ সেমিনার আয়োজনের কেন্দ্র হিসাবে কাজ করা।
* তাৎক্ষণিক চাহিদার ভিত্তিতে/চাহিদা যাচাইয়ের ভিত্তিতে প্রধান শিক্ষক, শিক্ষক, প্রাথমিক শিক্ষার সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ পরিকল্পনা, প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী তৈরি করে প্রশিক্ষণ আয়োজন করা।
* পাঠসংশ্লিষ্ট শিক্ষোপকরণ তৈরি, সংরক্ষণ পরিকল্পনা ও শ্রেণী কক্ষে এর ব্যবহার সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা।
* একাডেমিক সুপারভিশনের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ চাহিদা যাচাই এবংপ্রশিক্ষণের ফলাফল/ প্রভাব প্রত্যক্ষ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ এবংচাহিদা ভিত্তিক প্রশিক্ষণ পরিকল্পনা, প্রশিক্ষণ উপকরণ প্রণয়ন ও প্রশিক্ষণ বাস্তবায়ন করা।
* সাব-ক্লাস্টার প্রশিক্ণ পরিদর্শন করে মূল্যায়নধর্মী প্রতিবেদন প্রণয়ন করা এবং নিজ সংস্থার প্রশিক্ষণ পরিকল্পনায় অর্জিত অভিজ্ঞতার ব্যবহার করা।
* বিদ্যালয়ের শিক্ষকদের চাহিদা যাচাইয়ের জন্য শিক্ষক প্রোফাইলসহ বিদ্যালয়ের মান সংক্রামত্ম তথ্য সংরক্ষণ করা।
*প্রাথমিক শিক্ষা সংক্রামত্ম বইপত্র, পিরিয়ডিক্যালস, ম্যাগাজিন ইত্যাদি সংগ্রহ, সংরক্ষণ এবং এর কার্যকর ব্যবহারের ব্যবস্থা করা। স্থানীয়ভাবে অবহিতকরণের জন্য ত্রৈমাসিক ভিত্তিতে নিউজ লেটার/তথ্যপুসিত্মকা প্রকাশ করা।
* একটি রিসোর্স পুলের সহযোগিতায় প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন ও অনুমোদনের জন্যে URC কমিটিতে উপস্থাপন করা (উল্লেখ্য যে, প্রতিটি উপজেলা রিসোর্স সেন্টারের একটি উপজেলা রিসোর্স পুল থাকবে। এলাকার অসাধারণ মেধাবী শিক্ষক, পিটিআই ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, গায়ক, শিল্পী, নাঠ্যকর্মী, ক্রীড়াবিদ, পাঠক প্রণেতা প্রভূতি ব্যক্তিবর্গ নিয়ে এ পুল গঠনকরা যাবে। ইউআরসি কর্মকর্তাগণ এ রিসোর্স পুল-এ তথ্যাভিজ্ঞ ব্যক্তিবর্গের সহায়তা নিয়ে তাঁদের একাডেমিক কার্যক্রম উন্নয়ন ও পরিকল্পনা করবেন)।
উপজেলা রিসোর্স সেন্টার কমিটিঃ গঠন প্রকৃতি ওব্যবস্থাপনা
প্রত্যেকটি উপজেলা রিসোর্স কেন্দ্রের কার্যক্রম দেখাশুনা করার জন্য নিম্নলিখিত ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি থাকবে। এই কমিটি উপজেলা রিসোর্স সেন্টার কমিটি নামে অভিহিত হবে। সংশ্লিষ্ট জেলার পিটিআই সুপার এই কমিটির সভাপতি হবেন। উক্তজেলার পিটিআই থাকলে নিকটস্থ জেলার পিটিআই সুপার এই কমিটির সভাপতি হিসাবেকাজ করবেন।
জেলার/ নিকটস্থ জেলার পিটিআই সুপার - সভাপতি
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার - সদস্য
সংশ্লিষ্ট থানা শিক্ষা কর্মকর্তা - সদস্য
উপজেলার মডেল স্কুলের প্রধান শিক্ষক - সদস্য
ইন্সট্রাক্টর (ইউআরসি) - সদস্য সচিব
উপকরণ তৈরী ও উন্নয়ন:
স্বল্পমূল্যেরও সহজলভ্য উপায়ে উপকরণ তৈরীর জন্য শ্রেণী শিক্ষককে ২দিন ব্যাপী দুই ব্যাচে মোট ৫০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ইন্সট্রাক্টর ইউআরসি ও ইন্সট্রাক্টর (চারুকারু) সাতক্ষীরা পিটিআই, সাতক্ষীরা।
প্রধান শিক্ষকগণকেবিদ্যালয় ব্যবস্থাপনা প্রশিক্ষণ:
অফিস ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা ও একাডেমিক সুপারভিশন বিষয়ে প্রধান শিক্ষককে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ইউআরসি ইন্সট্রাক্টর ও প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ:
সামাজিক উদ্বুদ্ধকরণ এবং বিদ্যালয় স্টক হোল্ডারদেরকে বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করারজন্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যগণের ২দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদানকরা হয়। ব্যবস্থাপনা কমিটি তাদের দায়িত্ব পালনের সাথে সাথে প্রজ্ঞাপন ও সরকারি আদেশনির্দেশ অবহিতকরণ ও বিদ্যালযে তাদের সম্পৃক্ততার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এই প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ইউআরসি ইন্সট্রাক্টর ওপ্রশিক্ষণপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার।
সুস্বাস্থ্য সুশিক্ষাবিষয়ক প্রশিক্ষণ:
বিদ্যালয়ে কোমলমতি শিশুদের স্বাস্থ্য শিক্ষা বিষয়ে প্রতি বিদ্যালয় থেকে ১জন করে প্রতি ব্যাচ ৬ দিন ব্যাপী শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর কর্তৃক নির্ধারিত রিসোর্স টিম সদস্য।
প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ:
প্রাক-প্রাথমিকশিক্ষা একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সরকার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এক্ষেত্রে প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষককে ৬ দিন ব্যাপিপ্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকরেনে ইউআরসি ইন্সট্রাক্টর এবং প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষাঅফিসার।
এছাড়া ও এয সকল বিষয়ে শিক্ষকগণের বিভিন্ন দক্ষতা অর্জনের জন্য (অধিদপ্তর হতে বরাদ্দের প্রেক্ষিতে) যে সকল প্রশিক্ষণ প্রদান করা হয়।
ক্রমিক নং |
সেবার নাম |
কিভাবে/কখন পাবেন |
সেবা গ্রহীতা |
১ |
লিডারশীপ প্রশিক্ষণ |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ |
২ |
SMT প্রশিক্ষণ |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ |
৩ |
শিক্ষাক্রম বিস্তরণ প্রশিঃ |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ |
৪ |
প্রাক-প্রাথমিক শিক্ষা প্রশিঃ |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষকগণ |
৫ |
মার্কার প্রশিক্ষণ |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ |
৬ |
TSN প্রশিক্ষণ |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ |
৭ |
বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রাথিমক বাংলা |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ |
৮ |
বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রাথিমক গণিত |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ |
৯ |
বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রাথিমক ইংরেজি |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ |
১০ |
বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রাথিমক বা ও বি |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ |
১১ |
বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রাথিমক বিজ্ঞান |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ |
১২ |
বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ধর্ম |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ |
১৩ |
বিষয় ভিত্তিক প্রশিক্ষণ শারীরিক শিক্ষা |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ে পারদর্শী শিক্ষকগণ |
১৪ |
বিষয় ভিত্তিক প্রশিক্ষণ চারু ও কারুকলা |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের চারু ও কারুকলা বিষয়ে পারদর্শী শিক্ষকগণ |
১৫ |
বিষয় ভিত্তিক প্রশিক্ষণ সংগীত |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের বিষয়ে পারদর্শী শিক্ষকগণ |
১৬ |
চাহিদা ভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণ |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ |
১৭ |
SMC প্রশিক্ষণ |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও smc কমিটির সদস্যগণ |
১৮ |
সু-স্বাস্থ্যে সু-শিক্ষা প্রশিক্ষণ |
প্রাশিঅ হতে বরাদ্দ প্রাপ্তী সাপেক্ষে |
প্রাথিমক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস